সংবাদ বিজ্ঞপ্তি
শেখ রাসেল শিশু পুনর্বাসন কেন্দ্রের শিশুদের জন্য স্পেশাল ট্রেনিং সেশন এর ব্যবস্থা করে দিয়েছে কিডস আইটি সেন্টার।
প্রতিষ্ঠানের নিজস্ব হলরুমে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ওরিয়েন্টেশন ক্লাসে উপস্থিত ছিলেন কিডস আইটি সেন্টার এর পরিচালক আব্দুল ওয়াহিদ, শেখ রাসেল পুনর্বাসন কেন্দ্রের পরিচালক জেসমিন আক্তার।
দুই প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
উপস্থিত অতিথিবৃন্দ এই কার্যক্রমকে অত্যান্ত মানবিক এবং সুদূরপ্রসারি ভালো কাজ হিসাবে উল্লেখ করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে মিলে কেক কেটে ওরিয়েন্টেশন ক্লাস এর সূচনা করেন।
এছাড়া অনুষ্ঠানে প্রত্যেক অসহায় শিশুদের কে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।