নিজস্ব প্রতিবেদক
আদালতের নির্দেশ অমান্য করে কক্সবাজার সদরের ভারুয়াখালীতে ধানক্ষেতে তান্ডব চালিয়েছে দুর্বৃত্তরা। ১৬ ফেব্রুয়ারী ভোররাতে ভারুয়াখালী ইউনিয়নের নতুন পাড়াস্থ বিলে প্রায় ৫০ শতক জমির সদ্যরোপিত ধানের চারা তোলে ফেলে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে বলে জানা গেছে।
প্রাপ্ত তথ্যে প্রকাশ, ভারুয়াখালী করিম সিকদার পাড়ার জালাল আহমদের স্ত্রী খতিজা বেগমের পৈত্রিক ও খরিদ সূত্রে প্রাপ্ত প্রায় ৪ একর ফসলী জমি জবর দখল করতে উপরোক্ত জমিতে ইতোপূর্বে হামলা করে একই ইউনিয়নের নতুন পাড়ার ইব্রাহিম খলিলের নেতৃত্বে রেজাউল, আহমদুর রহমান ও সেজাউল করিম। এতে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রার্থনা করে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন খতিজা বেগম। আদালত উক্ত মামলা আমলে নিয়ে সদর সহকারী কমিশনার (ভূমি) কে এ ব্যাপারে প্রতিবেদন দাখিল ও কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জকে উক্ত জমিতে শান্তিশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন। এর প্রেক্ষিতে সদর মডেল থানার এএসআই মনিরুজ্জামান উপরোক্ত জমিতে বিঘ্ন সৃষ্টি না করার জন্য বিবাদীদেরকে নোটিশ প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে উপরোক্ত ব্যক্তিরা গতকাল ভোররাতে আলোচ্য জমিতে হামলা করে ও প্রায় ৫০ শতক জমিতে রোপিত ধানের চারা উপড়ে ফেলে। এতে লক্ষাধিক টাকার ক্ষতির সম্মুখিন হয়েছেন জমির মালিক। এ খবর সকালে চাউর হলে জমির ধানের চারা নষ্ট করার কথা অন্য কাউকে না বলতে এবং এ সংক্রান্তে কোন মামলার-মোকদ্দমা না করার হুমকি দেয় বিবাদীরা। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।