আবুল কালাম চট্টগ্রাম :

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারা মুক্তির দাবিতে চট্টগ্রামে মহানগর বিএনপি’র উদ্যোগে এক বিশাল বিক্ষোভ কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলের দিকে নগরীর কাজির দেওরি দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করা হয়।

মহানগর বিএনপি’র সহ-সভাপতি এম আজিজ নাহলে সভাপতিত্বে
উক্ত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান শামীম।

তিনি বলেন, দেশ এখন আদিম অন্ধকারে নিমজ্জিত। চারদিকে ভীতি ও শঙ্কার আসন গেড়ে বসেছে। দেশকে নিরঙ্কুশভাবে হাতের কব্জায় নিতেই মহাভোট ডাকাতির নির্বাচন করা হয়েছে। আর সে জন্যই দেশের বিপুল জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে মিথ্যামামলায় আটক করে কারাগারে রাখা হয়েছে। বেগম জিয়া চরম অবিচার ও প্রতিহিংসার শিকার। অবিলম্বে বেগম জিয়াসহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তি দিতে হবে।

নগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, মিথ্যা মামলায় বেগম জিয়াকে কারাগারে বন্দি করে রাখার উদ্দেশ্যই হলো অবৈধ ক্ষমতা দীর্ঘমেয়াদে ভোগ করা। একজন জনপ্রিয় নেত্রী যিনি গুরুতর অসুস্থ, তাকে সুচিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করে কারাগারে আটকিয়ে রেখে যে অমানবিক আচরণ করা হচ্ছে, সে জন্য এ অবৈধ শাসকগোষ্ঠীকে জনগণের কাছে জবাবদিহি করতেই হবে।

চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন কবির লিটন ও সাংগঠনিক সম্পাদক কামরুলের পরিচালনায় বিশেষ অতিথির ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র শ্রম বিষক সম্পাদক এম নাজিম, কেন্দ্রীয় বিএনপি’র মহিলা বিষয়ক সম্পাদক নুরে আরা সাফাসহ আরো অনেক নেতাকর্মী অঙ্গ সংগঠন।