অনলাইন জগতের পথিকৃত কক্সবাজারের প্রথম নিউজপোর্টাল ও সর্বাধিক পাঠকপ্রিয় কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন)। পাঠকের ভালোবাসায় ১১ বছর পাড়ি দিয়ে এক যুগের সান্নিধ্যে পা রাখলো জনপ্রিয় এ পোর্টালটি। বিগত ২০০৯ সালের এ দিনে অনেক কাঠখড় পুড়িয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছিল সিবিএন। যা এখনও নিজেই নিজের প্রতিদ্বন্ধি হিসেবে সত্য প্রকাশে অবিচল কক্সবাজারের প্রথম অনলাইন গণমাধ্যম। সাদা মনের মানুষ হিসেবে পরিচিত অধ্যাপক আকতার উদ্দীন চৌধুরীর দক্ষ পরিচালনায় পোর্টালটি দেশ ও প্রবাসে বাংলা ভাষাভাষি মানুষের সিঁড়ি হিসেবে ব্যাপক পরিচিতি অর্জন করেছে। এক যুগ পদার্পণ করায় ‘সিবিএন’র একজন শুভানুধ্যায়ী হিসাবে জানাচ্ছি জন্ম দিনের শুভেচ্ছা।
নুরুল আমিন হেলালী
সহ-সম্পাদক
দৈনিক কক্সবাজার একাত্তর