ইমাম খাইর, সিবিএনঃ
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার কার্য নির্বাহী কমিটির ভোটগ্রহণ চলছে।
কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে শনিবার সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হয়। বেলা ১ টা পর্যন্ত ভোট নেয়া হবে।
এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
২৫ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৫ প্রার্থী।
মোট ১৩৬ জন ভোটার আগামী ৪ বছরের জন্য ক্রীড়া সংস্থার নেতৃত্ব নির্বাচিত করবে। নির্বাচনকে ঘিরে ভোটার ও প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ভোট গ্রহণের নির্ধারিত সময় সকাল ৮টা হলেও এর আগে থেকেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে যায়।
সাধারণ সম্পাদক সম্পাদক পদে জসিম উদ্দিন এবং অতিরিক্ত সহ সাধারণ সম্পাদক পদে মাহমুদুল করিম মাদু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বাকি পদগুলোতে ভোটগ্রহণ হচ্ছে।
সহ সভাপতির ৪টি পদে ৫ জন প্রার্থী রয়েছেন।
তারা হলেন-বিজন বড়ুয়া, অধ্যাপক জসিম উদ্দিন, অনুপ বড়ুয়া অপু, আফসার উদ্দিন ও খোরশেদ আলম রাজা।
যুগ্ন সাধারণ সম্পাদকে ২ টি পদে ৩ জন প্রার্থী রয়েছেন।
তাঁরা হলেন- হেলাল উদ্দিন কবির, শাহিনুল হক মার্শাল ও জিএম জাহিদ ইফতেকার।
১টি কোষাধ্যক্ষের পদে ২ জন প্রার্থী রয়েছেন।
তাঁরা হলেন-রাশেদ হোসাইন নান্নু ও ওয়াহিদ মুরাদ সুমন।
নির্বাহী সদস্যের ১৪টি পদের জন্য ১৯ জন প্রার্থী রয়েছেন।
তাঁরা হলেন- মোঃ জাহেদ উল্লাহ, আমিনুল ইসলাম মুকুল, সাংবাদিক এম.আর মাহবুব, খোরশেদ আলম, আলী রেজা তসলিম, প্রভাষক জসিম উদ্দিন, শোয়েব ইফতেখার, রতন দাশ, আজমল হুদা, আফসার কামাল, মং ক্য রাখাইন, পরেশ কান্তি দে, হারুনর রশিদ, ওমর ফারুক ফরহাদ, ওসমান সরওয়ার আলম, ইসতিয়াক আহমদ জয় আফসার উদ্দিন, আবছার কামাল, খালেদ মোহাম্মদ আজম বিপ্লব ও মোঃ সরওয়ার রোমন।
উপজেলা ক্রীড়া সংস্থার (সংরক্ষিত) ২ টি পদের জন্য ৩ জন প্রার্থী রয়েছেন।
তাঁরা হলেন- আশরাফুল আজিজ সুজন, নাছির উদ্দিন ও সুবির বড়ুয়া।
মহিলা সদস্য (সংরক্ষিত) ২টি পদের জন্য ৩ জন প্রার্থী রয়েছেন।
তাঁরা হলেন- পৌরসভার প্যানেল মেয়র শাহেনা আক্তার পাখি, আয়েশা সিরাজ ও খালেদা ইয়াসমিন।
প্রসঙ্গত, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন হয়েছিল সর্বশেষ ২০১৫ সালের শেষের দিকে।
কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী পদাধিকার বলে জেলা প্রশাসক সভাপতি ও পুলিশ সুপার সিনিয়র সহ সভাপতি।