মুহাম্মদ আবু সিদ্দিক আহমেদ :

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের এডিশনাল পাবলিক প্রসিকিউটর (অতিরিক্ত পিপি) হিসাবে কক্সবাজার জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ কামাল হোসেনের নিকট বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী সকালে তাঁর কার্যালয়ে যোগদান পত্র জমা দিয়ে যোগদান করেছেন। জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ কামাল হোসেন সে যোগদানপত্র আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের সলিসিটরের পক্ষে গ্রহন করেছেন। এরপর কক্সবাজারের জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ কামাল হোসেন এডভোকেট রনজিত দাশকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, জেলা জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সভাপতি স্বপন পাল, সাধারন সম্পাদক বিশ্বজিত পাল বিশু, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান আইনজীবী ঐক্য পরিষদের আহ্বায়ক এডঃ অনিল কান্তি বড়ুয়া, সদস্য সচিব এডঃ বাপপী শর্মা, ছোটন কান্তি শীল প্রমুখ।

প্রসংগত, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের এডিশনাল পাবলিক প্রসিকিউটর (অতিরিক্ত পিপি) হিসাবে নিয়োগ পান কক্সবাজার জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক, কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার শাখার সলিসিটর অনুবিভাগের উপ সলিসিটর মোঃ মনিরুজ্জামান কর্তৃক গত ১০ ফেব্রুয়ারী স্বাক্ষরিত এক আদেশে এডভোকেট রনজিত দাশকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের এডিশনাল পিপি পদে নিয়োগ দেওয়া হয়।

এডিশনাল পিপি এডভোকেট রনজিত দাশ ২০০৯ সালের ১৪ মে কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে একজন এডভোকেট হিসাবে যোগদান করেন।
ছাত্রলীগের সাবেক সফল সভাপতি, মৃত সুকুমার দাশের পুত্র এডভোকেট রনজিত দাশ ১৯৬৯ সালের ১০ আগস্ট জন্মগ্রহণ করেন। কক্সবাজার শহরের গোলদীঘির উত্তর পাড়ের সুকুমার ভবনের বাসিন্দা মেধাবী, বন্ধু বৎসল এডভোকেট রনজিত দাশ ১৯৮৪ সালে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় হতে বানিজ্য বিভাগ নিয়ে কৃতিত্বের সাথে এসএসসি পাশ করেন। ব্যক্তিগত জীবনে এডভোকেট রনজিত দাশ স্ত্রী ও ২ পুত্র সন্তানের গর্বিত জনক।