সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি

বলরাম দাশ অনুপম :
মহেশখালীতে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্ততিকালে ৬ রোহিঙ্গা যুবককে উদ্ধার করেছে পুলিশ। এসময় একটি ফিশিং ট্রলারসহ আটক করা হয় ৪ জনকে। বুধবার সকালে মহেশখালী উপজেলার হোয়ানক কালালিয়াকাটা এলাকায় এই অভিযান চলে। অভিযানে নেতৃত্বদানকারী মহেশখালী থানার ওসি (তদন্ত) মোঃ বাবুল আজাদ জানান-গোপন সংবাদের ভিত্তিতে কালালিয়াকাটা এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় সেখান থেকে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে উদ্ধার করা হয় ৬ রোহিঙ্গা যুবককে। তারা হলো-উখিয়ার থাইংখালী ক্যাম্প-১৯, ব্লক নং-সি-৭ মোঃ ইউনুসের পুত্র মোঃ জোবায়ের (২৭), লাম্বাশিয়া ব্লক নং-বি-৯, ক্যাম্প-১ ডব্লিও এর নূর মোহাম্মদের পুত্র সালেহ আহমদ (২০), ব্লক নং-জি-২, ক্যাম্প-৫, কুতুপালং এর সালেহ আহমদের পুত্র আজিজুল হক (২৫), ব্লক নং-আই-৩-বি, ক্যাম্প-১, কুতুপালং-এর হোসাইন আহমদের পুত্র জিয়াউর রহমান (২১), ব্লক নং-বি-৯, ক্যাম্প-১ ডব্লিও, ডব্লিও কুতুপালং-এর রশিদ আহমদের পুত্র আক্তার হোসেন (২০) ও ব্লক নং-সি-৯, ক্যাম্প-১৬, সুবুইল্যাকাটা-এর মকবুল আহমদের পুত্র মনজুর রহমান (২৭)। এসময় মানবপাচারের সাথে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়-টেকনাফের হাতিরঘোনার মৃত আব্দুর রহিমের পুত্র মোঃ ফজল আহম্মদ (৪২), পেকুয়ার পূর্ব বিলহাচূড়ার মৃত বাদশাহ মিয়ার পুত্র মোঃ ইউনুস (৩২), মহেশখালী হোয়ানকের ছন খোলা পাড়ার অলি আহাম্মদের আহম্মদ উল্লাহ (৩৬) ও কালালিয়াকাটার আবু সিদ্দিকের পুত্র নুরুল কাদের (২৮)। মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর জানান-এঘটনায় মহেশখালী থানায় একটি মানবপাচার মামলা দায়ের করা হয়েছে (যার মামলা নং-০৯, তাং-১২/০২/২০২০ইং)। পাশাপাশি উদ্ধারকৃত রোহিঙ্গাদের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জ বরাবরে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।