মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

বাংলাদেশের ৪ টি গুরুত্বপূর্ণ পৌরসভায় জাপানের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান JICA উন্নয়ন কাজ করবে। তাঁরমধ্যে শুধুমাত্র কক্সবাজার পৌরসভায় JICA ২৫০ কোটি টাকার অবকাঠামো উন্নয়ন কাজ সম্পাদন করবে। এই ২৫০ কোটি টাকার ডিপিপি তৈরীর কাজ চলছে। কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহা. শাজাহান আলি সোমবার ১০ ফেব্রুয়ারী JICA এর ৪ সদস্য বিশিষ্ট উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সাথে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় বৈঠক শেষে সিবিএন-কে এ তথ্য জানান।
কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহা. শাজাহান আলি আরো বলেন, কক্সবাজারের ভুমিসন্তান স্থানীয় সরকার বিভাগের সিনিয়র হেলালুদ্দীন আহমেদের আগ্রহ ও জোর তৎপরতায় কক্সবাজার পৌর এলাকার জন্য JICA এর অর্থায়নে এ বিশাল প্রকল্প নেওয়া সম্ভব হয়েছে। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহা. শাজাহান আলি বলেন, JICA এর এই প্রকল্প বাস্তবায়ন হলে কক্সবাজার পৌরসভায় অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে। পাশাপাশি পৌর এলাকায় নাগরিক সুবিধা প্রচুর বৃদ্ধি পাবে।

বৈঠকে JICA এর সদস্যগণ কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সার্বিক সহযোগিতার পাশাপাশি কক্সবাজার পৌরসভার উন্নয়ন ও আধুনিকায়নে জাইকার বিভিন্ন পরিকল্পনার কথা এসময় তুলে ধরেন। JICA এর উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছালে এডিএম মোহাঃ শাজাহান আলি তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহা. শাজাহান আলি JICA প্রতিনিধিদলের প্রধানকে কক্সবাজারের দৃশ্য সম্বলিত শুভেচ্ছা উপহার প্রদান করেন।