টেকনাফ সংবাদদাতা:
টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি বেড়েছে। মাসের প্রথম দশ দিন তথা ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ১১ হাজার ৮০৫ দশমিক ৪০৯ বেশি পেঁয়াজ এসেছে।
টেকনাফ স্থলবন্দর শুল্ক কর্মকর্তা মোহাম্মদ আবছার উদ্দিন বলেন, ‘মিয়ানমার থেকে স্থলবন্দরে পেঁয়াজ আমদানি বেড়েছে। এর আগে চলতি মাসের ৯ তারিখ পর্যন্ত ১০ হাজার ১৭২ দশমিক ২৫৪ মেট্রিক টন আসে। আগামীতে মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি বাড়াতে ব্যবসায়ীদের উৎসাহিত করা হচ্ছে।’
শুল্ক বিভাগ সূত্র জানায়, জানুয়ারিতে ১৫ হাজার ৭৬৫ মেট্রিক টন, ডিসেম্বরে ১৪ হাজার ৬৪৭ মেট্রিক টন, নভেম্বরে ২১ হাজার ৫৬০ মেট্রিক টন, অক্টোবরে ২০ হাজার ৮৪৩ মেট্রিক টন, সেপ্টেম্বরে ৩ হাজার ৫৭৩ মেট্রিক টন এবং আগস্টে ৮৪ মেট্রিক টন পেঁয়াজ মিয়ানমার থেকে আমদানি হয়েছিল।