সিবিএন ডেস্ক : বাংলাদেশ জয়ের দ্বারপ্রান্তে। যদিও কিছুটা ঝুঁকিও ছিল। তারপরও বাংলাদেশের পাল্লা বেশি ভারি। এমন সময় বৃষ্টিতে হঠাৎ খেলা বন্ধ। পচেফস্ট্রমে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে নানা নাটকীয়তা।
লক্ষ্য ১৭৮ রানের। বাংলাদেশের দরকার আর মাত্র ১৫ রান। হাতে আছে ৩ উইকেট। বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে গেল। বাংলাদেশ নাকি ভারত, কার তাতে সুবিধা?
ডিএল পার স্কোর বলছে, এই সময়ে ১৪৫ রান হলেই বাংলাদেশ জিতে যেত। সেই হিসেবে ৭ উইকেটে ১৬৩ রান করা বাংলাদেশ অনেকটা এগিয়ে। এখন যদি বৃষ্টির কারণে আর খেলা না হয়, তবে কপাল পুড়বে ভারতের। চ্যাম্পিয়ন হবে বাংলাদেশই।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।