শাহীন শাহ, টেকনাফ:
২০০ শীতার্ত ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি। ৮ ফেব্রুয়ারি সকাল ১১ টায় হোয়াইক্যং উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এইসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন ২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. ফয়সাল হাসান খান, অপস অফিসার রহুল আসাদ, মেজর রুবায়াত কবির, এডি নুরুল হুদা, হোয়াইক্যং বিওপির কোম্পানি কমান্ডার ও সুবেদার মো. শেখ শরিফুল ইসলাম, হোয়াইক্যং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল চৌধুরী মুসা, বিশিষ্ট্য সমাজ সেবক আবুল কাশেম রনি, হোয়াইক্যং ইউপি সদস্য যথাক্রমে আব্দুল বাসেত, জালাল আহমদ, জান্নাতুল ফেরদৌস, শিক্ষকবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় দেখা যায়, নারী, পুরুষ, শিশু ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল, সুয়েটার সহ নানাবিধ শীতবস্ত্র বিতরণ করে বিজিবি।
সিও লে.কর্ণেল ফয়সাল হাসান খান জান, শীতের শুরু থেকে এ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। ইতোমধ্যে প্রায় ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজকেও ২ শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। তিনি আরো বলেন, সীমান্তে অতন্দ্র প্রহরীর পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রমও করে যাচ্ছে বিজিবি।