সংবাদ বিজ্ঞপ্তি :
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, কক্সবাজার শাখার ত্রি-র্ষিক সম্মেলন ও কাউন্সিল ৮ ফেব্রুয়ারী শনিবার বেলা (২ টায়) কক্সবাজার শহীদ দৌলত ময়দান (পাবলিক লাইব্রেরি) মাঠে অনুষ্ঠিত হবে।এই সম্মেলন উপলক্ষ্য জেলার সকল নেতাকর্মীদের মাঝে বিপুল উৎসাহ উদ্দিনপনা বিরাজ করছে।পুরো পৌর এলাকায় শোভা পাচ্ছে বিভিন্ন বেনার ও ফেষ্টুন।এই সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী সরকার শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী চট্টলার কৃতি সন্তান ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন সাবেক এমপি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবু উষাতন তালুকদার,প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক এডভোকেট রানা দাশ গুপ্ত। সম্মেলনের সভাপতিত্বে করবেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলা শাখার সভাপতি এডভোকেট পীযুষ কান্তি চৌধুরী।
উক্ত ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে সম্মানিত অতিথি হিসাবে থাকবেন-কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল,কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম এমএ, কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহীন আকতার,সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমদ,কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী,বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখার সভাপতি এড.সিরাজুল মোস্তফা,সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান,কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল এবং জাসদ কক্সবাজার জেলার সভাপতি নাঈমুল হক চৌধুরী টুটুল।
আর বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বাবু উত্তম চক্রবর্তী,মহিলা ঐক্য পরিষদের সভাপতি শ্রীমতি মধুমিতা বড়ুয়া,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাবু সন্তোষ শর্মা,গণসংযোগ বিষয়ক সম্পাদক বাবু বিজয় কুমার বড়ুয়া,আদিবাসী বিষয়ক সম্পাদক শরত জ্যোতি চাকমা,সহ-সম্পাদক অরবিন্দু ভৌমিক,সহ-সম্পাদক সুপ্ত ভূষণ বড়ুয়া,চট্রগ্রাম দক্ষীণ জেলার সাধারণ সম্পাদক বাবু তাপস হোড়, ফেনী জেলার আহব্বায়ক বাবু শুক দেব তপন এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি রাহুল বড়ুয়া।
এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখবেন-সাবেক সংসদ সদস্য অধ্যাপিকা এথিন রাখাইন, ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সংগঠন সমুহের ঐক্য মৌর্চা কক্সবাজার জেলার আহবায়ক এডভোকেট রনজিত দাশ,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলার সভাপতি মন্ডলীর সদস্য এডভোকেট অরুপ বড়ুয়া তপু এবং সভাপতি মন্ডলীর সদস্য উদয় শংকর পাল মিঠু।
স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলার কার্যকরী সভাপতি এড.দীপংকর বড়ুয়া পিন্টু, অনুষ্ঠান সঞ্চালনা করবেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন।
এদিকে আজ শনিবার অনুষ্ঠিতব্য ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সফল ও সার্থক করার জন্য গত একমাস ধরে জেলার প্রতিটি উপজেলা,সদর ও পৌর শাখার নেতৃবৃন্দদের সাথে প্রস্তুতিমূলক বর্ধিত সভা,আলোচনা ও গণসংযোগ সম্পন্ন করেছে জেলার নের্তৃবৃন্দ। আর আজকের এই ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। আজ শনিবারের ত্রি-বার্ষিক সম্মেলনে উপস্থিত থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার আদায়ের চলমান আন্দোলনকে বেগবান করার জন্য অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলা শাখার নেতৃবৃন্দ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।