সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজারের ঐতিহ্যবাহী বদর মোকাম জামে মসজিদ কমপ্লেক্স পরিদর্শন করেছেন আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হাটহাজারী দারুল উলমু মঈনুল মাদরাসার মহাপরিচালক হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী। গত ৩ ফেব্রুয়ারী বিকেল ৩টায় বদর মোকাম জামে মসজিদ কমপ্লেক্সের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করার পর কমপ্লেক্স মিলনায়তনে মসজিদ পরিচালনা কমিটির এক সংবর্ধনা সভায় মিলিত হন। এরপর তিনি বদর মোকামে মসজিদে আছরের নামায আদায় করেন এবং নামাযের পর মসজিদে আগত মুসল্লীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত নসিহত পেশ করেন।
আল্লামা শাহ আহমদ শফি বদর মোকাম মসজিদে আগমন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন মসজিদ কমপ্লেক্স পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবদুল হান্নান সাউদ। মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আবদুল খালেক নিজামীর পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাটহাজারী মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আনাস মাদানী, বরইতলী মাদরাসার মুহাদ্দিস মাওলানা মোস্তফা নুরী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা ক্বারী আবদুর রহমান জিহাদী, মসজিদ পরিচালনা কমিটির অর্থ সম্পাদক এস এম হেলাল উদ্দিন, নির্বাহী সদস্য আবদুল কাইয়ুম জুয়েল, আবু আদনান সাউদ, এস এম জসিম উদ্দিন, এস এম কফিল উদ্দিন, একে রাসেল চৌধুরী, মসজিদের সহকারী পেশ ইমাম মাওলানা মুফতি হাফেজ এমদাদুল্লাহ, মাওলানা ক্বারী আবুজর ও মাওলানা ক্বারী হাফেজ খালিদ সাইফুল্লাহ প্রমুখ।
সংবর্ধনা সভায় আল্লামা শাহ আহমদ শফিকে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে সম্মাননা স্বরূপ ক্রেষ্ট প্রদান করা হয়। এরপর তিনি কমিটির কার্যক্রম আরও বেগবান করতে মহান আল্লাহর দরবারের মোনাজাত করেন এবং বদর মোকাম এলাকায় ‘তালীমুল কুরআন’ নামে একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে পরামর্শ দেন।