মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

চট্টগ্রামের বর্তমান বিভাগীয় কমিশনারের দায়িত্বে থাকা সিনিয়র অতিরিক্ত সচিব মো. আবদুল মান্নানকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
সোমবার ২৭ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখার উপসচিব মোঃ তমিজুল ইসলাম খান কর্তৃক ০০১.১৯-৭৮ নম্বর স্মারকে স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মো. আবদুল মান্নানকে এ পদোন্নতি দিয়ে ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান (সচিব) হিসাবে নিয়োগ দেওয়া হয়।

অন্যদিকে, চট্টগ্রামের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব এ বি এম আজাদ এনডিসি (৫৫২৮)।
সোমবার ২৭ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান কর্তৃক ০১৮.১৮-৩২ নম্বর স্মারকে স্বাক্ষরিত অপর এক প্রজ্ঞাপনে এবিএম আজাদ এনডিসি-কে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়।