আবুল কালাম, চট্টগ্রাম:
চট্টগ্রামের পাঁচলাইশ থানার মির্জাপুল এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দেখতে ছুটে যান নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চসিক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন।
শুক্রবার (২৪ জানুয়ারি) তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পরিস্থিতির খোঁজখবর সহ তাদের সর্বাত্মক সহায়তা দেওয়ার আস্বস্ত করেন। এবং ক্ষতিগ্রস্ত ১’শ পরিবারের প্রত্যেককে অর্থ সহায়তা, গৃহস্থালি সামগ্রী ও আপদকালীন ভরণপোষণের ব্যবস্থা গ্রহণ করার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের বিভাগীয় কর্মকর্তাদের নির্দেশ দেন।
এসময় উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগ নেতা ডা. শেখ শফিউল আজম, বিজেএমইএ নেতা আবদুস সালাম, নগর আওয়ামী লীগ নেতা বেলাল আহমেদ, শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখসরওয়ার্দী, স্থানীয় কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর, পাঁচলাইশ জোন পুলিশের এসি দেবদূত, ওসি আবুল কাসেম, নগর যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুল, নগর যুবলীগ নেতা ও মহল্লা কমিটির নেতা ইমরান এইচ ইমরান, ছাত্রলীগ নেতা সজিব আনোয়ার ইভান সহ অনেকে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।