আলমগীর মানিক, রাঙ্গামাটি
রাঙামাটি শহরের ভেদভেদীতে শ্রীশ্রী লোকনাথ ব্রক্ষচারী যোগাশ্রম এর ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মশালা ও বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় শ্রীশ্রী লোকনাথ ব্রক্ষচারী যোগাশ্রম পরিচালনা পরিষদের আয়োজনে লোকনাথ ব্রক্ষচারী যোগাশ্রম প্রাঙ্গণে শুভ উদ্ধোধন করেন পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।
এসময় শ্রীশ্রী লোকনাথ ব্রক্ষচারী যোগাশ্রম এর সভাপতি তপন কুমার দাশের সভাপতিত্বে জেলা জেলা পরিষদের সদস্য স্বৃতি বিকাশ ত্রিপুরা,ওয়াল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথির ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট ডা. প্রকাশ মল্লিক,ওয়াল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথির সভাপতি(ভারত) ডা. পার্থ সারথী মল্লিক,ওয়াল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথির প্রেসিডেন্ট(ডব্লিউ.বি) ডা. কুনাল ভট্রাচার্য,রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকশফিউল আজম,সহ বিভিন্ন স্থান থেকে আগত রোগী ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
উদ্ধোধনী শেষে প্রায় ৩০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান করা হয়।