ইমাম খাইর, সিবিএন:
২০১৯ সালের ডিসেম্বর মাসে চট্টগ্রাম রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছে কক্সবাজার জেলা পুলিশ।
মঙ্গলবার (২১ জানুয়ারী) চট্টগ্রাম রেঞ্জের মাসিক অপরাধ সভায় ডিআইজি খন্দকার গোলাম ফারুকের নিকট থেকে পুরস্কার গ্রহণ করেন পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।
এ সময় চট্টগ্রাম রেঞ্জ পুলিশের শীর্ষস্থানীয় কর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে দেশের সর্বোচ্চ সংখ্যক মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারকারী জেলা হিসাবে ২ টি পৃথক ক্যাটাগরীতে আইজিপি ক্রেস্ট, সনদ ও সম্মাননা অর্জন করে কক্সবাজার জেলা পুলিশ।
গত ৭ জানুয়ারী ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একই অনুষ্ঠনে সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার জন্য টানা দ্বিতীয়বারের মতো বিপিএম (সেবা) পদক পান পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।
চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ কক্সবাজার জেলা পুলিশ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।