জহির খন্দকার, ঈদগড়ঃ

রামু উপজেলার ঈদগড় বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ জানুয়ারী সন্ধ্যা ৭ টায় ঈদগড় বাজার প্রাঙ্গণে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইকবাল হোসাইন।
তিনি বলেন, যে কোন সময়ের চেয়ে বর্তমানে ঈদগড় ইউনিয়নের আইনশৃংখলা পরিস্থিতি ভাল। তারপরও মাঝে মধ্যে যারা ঈদগড়-ঈদগাঁও সড়কে ডাকাতি, অপহরণ করে তাদের গ্রেপ্তারে পুলিশ শীঘ্রি অভিযান শুরু করবে।
তিনি আরো বলেন, বর্তমানে পুলিশের হাতে উন্নত প্রযুক্তি রয়েছে। সে প্রযুক্তি ব্যবহার করে ঈদগড়কে সন্ত্রাস মুক্ত করা হবে।
অপরাধিদের সন্ত্রাসী কর্মকান্ড পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য অনুরোধ জানান অতিরিক্ত পুলিশ সুপার।
সেই সাথে বাল্য বিবাহ থেকে সবাইকে বিরত থাকার তাগিত দেন।
অনুষ্ঠানে ঈদগড়বাসীর সুবিধার্থে ঈদগড়-ঈদগাও সড়কে প্রতিদিন সকাল ৮ টা হতে রাত ১২ টা পর্যন্ত পুলিশ টহল জোরদার করা হবে বলে তিনি ঘোষনা দেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আদিবুল ইসলাম ও রামু থানার ওসি তদন্ত এস এম মিজানুর রহমান।
ইউপি চেয়ারম্যান ফিরোজ আহাম্মদ ভুট্রোর সভাপতিত্বে ও সাংবাদিক কামাল শিশিরের পরিচালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন এএসআই মোরশেদ আলম। বক্তব্য রাখেন -ঈদগড় ইউনিয়ন পরিষদ সদস্য শাহাজাহান, আলমগীর, মোহাম্মদ হোসেন, মুক্তিযোদ্ধা সিরাজুল হক রেজা, বাজার সমিতির সভাপতি নুরুল হুদা ও সাংবাদিক জহির উদ্দীন খন্দকার।
মতবিনিময় সভা শেষে অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়।