মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আলহাজ্ব মোহাম্মদ তৌফিক আজিজ জেলা ও দায়রা জজ হিসাবে পদোন্নতি পেয়েছেন। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ এর উপসচিব (প্রশাসন-১) শেখ গোলাম মাহবুব কর্তৃক ১৯ জানুয়ারি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আলহাজ্ব মোহাম্মদ তৌফিক আজিজ সহ ৩৩ জন বিচার বিভাগীয় সিনিয়র কর্মকর্তাকে জেলা ও দায়রা জজ হিসাবে পদোন্নতি দিয়ে নতুন কর্মস্থলে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আলহাজ্ব মোহাম্মদ তৌফিক আজিজের নাম ২ নম্বর ক্রমিকে রয়েছে। আলহাজ্ব মোহাম্মদ তৌফিক আজিজকে চট্টগ্রাম প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান (জেলা জজ) হিসাবে জ্যেষ্ঠতা সহ নিয়োগ দেওয়া হয়েছে। বিচার বিভাগীয় এ পদটি সিনিয়র জেলা জজের মর্যাদাসম্পন্ন একটি পদ।

কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলহাজ্ব মোহাম্মদ তৌফিক আজিজ কুমিল্লা জেলার ১১৬, বজ্রপুরে ১৯৭৪ সালের ১ জুন জম্মগ্রহন করেন। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ হতে এইচএসসি পাশ করেন কৃতিত্বের সাথে। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে কৃতিত্বের সাথে অনার্স ও রেকর্ড সংখ্যক মার্ক পেয়ে এলএলএম ডিগ্রি অর্জন করেন। এরপর ১৮ তম বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সাথে বিসিএস (জুডিসিয়াল) এ উত্তীর্ণ হয়ে তিনি বিচার বিভাগে যোগ দেন। এটি ছিল বিচার বিভাগ পৃথকীকরণের আগে পিএসসি’র অধীনে সর্বশেষ জুডিশিয়ারি বিসিএস। আলহাজ্ব মোহাম্মদ তৌফিক আজিজ ১৯৯৮ সালের ২০ জুলাই দেশের বিচার বিভাগে সরকারি চাকুরীতে যোগ দিয়ে বিচারবিভাগের একজন গর্বিত সদস্য হওয়ার গৌরব অর্জন করেন। বিচার বিভাগের সিনিয়র কর্মকর্তা আলহাজ্ব মোহাম্মদ তৌফিক আজিজ চট্টগ্রাম জজশীপের অতিরিক্ত জেলা ও দায়রা জজ থাকাবস্থায় সেখান থেকে বদলী হয়ে ২০১৫ সালের ২২ ফেব্রুয়ারী কক্সবাজারে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) হিসাবে যোগ দিয়ে সুদীর্ঘ ৫ বছর সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। কুমিল্লার বজ্রপুরের মোঃ আজিজ উল্লাহ ও মেহবুব আরা’র গর্বিত সন্তান আলহাজ্ব মোহাম্মদ তৌফিক আজিজ স্নাতকোত্তর ডিগ্রিধারী ব্রাহ্মণবাড়িয়ার নাঈমা শারমিন নিপু’কে জীবনসঙ্গিনী হিসাবে বেচে নেন। নাঈমা শরমিন নিপু কুমিল্লার একটি বেসরকারি কলেজে অধ্যাপনায় রত আছেন। বিচারক তৌফিক ও অধ্যাপক নিপু দম্পতি ৩ কন্যা সন্তানের গর্বিত জনক ও জননী।