মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজারের নতুন সিভিল সার্জন হিসাবে ডা. মোঃ মাহবুবুর রহমান (৪৪০২৯) কে নিয়োগ দেওয়া হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের কর্ণধার বর্তমান সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবদুল মতিন (৪০৩৬৭) কে পদোন্নতি দিয়ে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের (উপ পরিচালক মর্যাদাসম্পন্ন) তত্বাবধায়ক হিসাবে বদলী করা হয়েছে। বিষয়টি কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ের প্রধান সহকারী রফিকুল ইসলাম সিবিএন-কে নিশ্চিত করেছেন। গত ৮ জানুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ অধিশাখার উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত ০০১.২০১৬.২২১ নাম্বার স্মারকে জারীকৃত এক প্রজ্ঞাপনে এদু’জন কর্মকর্তা সহ মোট ১৮ জন স্বাস্থ্য বিভাগীয় উচ্চ পদস্থ কর্মকর্তাকে দেশের বিভিন্ন স্থানে নিয়োগ বদলী করা হয়। নতুন নিয়োগ পাওয়া ডা. মাহবুবুর রহমান নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তা থেকে পদোন্নতিজনিত বদলী হয়ে কক্সবাজার আসছেন। ডা. মাহবুবুর রহমানের নিজ এলাকা চাঁদপুর জেলার উত্তর মতলব উপজেলায়।