মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

পেকুয়া উপজেলার শীলখালীর প্রবীন চিকিৎসক ডা. নজির আহমদ ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। কক্সবাজারের একটি হাসপাতালে চিকিৎধীন থাকাবস্থায় সোমবার ৬ জানুয়ারি সকাল সাড়ে ১০ টার দিকে খ্যাতিমান এ চিকিৎসক ইন্তেকাল করেন। মৃত্যুকালে ডা. নজির আহমদের বয়স হয়েছিলো ১০১ বছর। মরহুম ডা. নজির আহমদ শীলখালীর ঐতিহ্যবাহী বুনিয়াদি পরিবার পেন্ডীর বাড়ীর সন্তান। তার পিতা ছিলেন পেকুয়ার প্রখ্যাত আলেম মরহুম মাওলানা রব্বত আলী। মরহুম ডা: নজির আহমদ চট্টগ্রাম কলেজের প্রাক্তন অধ্যাপক
অধ্যক্ষ প্রফেসর মোখতার আহমদ এর বড় ভাই। মরহুম কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ও বাংলাদেশ স্কাউটের সদর উপজেলার সম্পাদক ইব্রাহিম খলিলের পিতা।

শিলখালী মরহুমের পারিবারিক মসজিদ মাঠে সোমবার ৬ জানুয়ারি সন্ধ্যা ৭টায় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে মরহুমের সন্তান কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ইব্রাহিম খলিল সিবিএন-কে নিশ্চিত করেছেন।