সরওয়ার কামাল , মহেশখালী :

মহেশখালীতে উপজেলা ৪৯ তম জাতীয় স্কুল,মাদ্রাসা শীতকালীন ত্রুীড়া প্রতিযোগিতায় কুতুবজোম আদর্শ উচ্চ বিদ্যালয় কে ৭ উইকেট হারিয়ে বড় মহেশখালী দারুল কোরআন সুন্নিয়া দাখিল মাদ্রাসা বিজয় লাভ করেছে। বিজয়ীদেরকে ২৯ ডিসেম্বর বিকাল ৪টায় উপজেলা হলরুমে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ জামিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মান্নান, একডেমিক সুপার ভাইজার ফজলুল করিম। এ সময় উপস্থিত ছিলেন- বড় মহেশখালী দারুল কোরআন সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুল মজিদ,সহসুপার সিরাজুল হক রাসেল,সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল গফুর,মোঃ শওকত ওসমান,মোঃ নজির আহমদ,মোঃ কুতুব উদ্দিন,ইবতেদায়ী শাখার সহকারী শিক্ষক মতিউর রহমান, সাংবাদিক এম রমজান আলী,সাংবাদিক সরওয়ার কামাল সহ মাদ্রাসার সকল শিক্ষক কর্মচারী ও বিভিন্ন শ্রেণীপেশার লোকজন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী মোহাম্মদ জামিরুল ইসলাম জানান, খেলাধোলার পাশাপাশি ছাত্রছাত্রীদের লেখাপড়ার মান ভাল করতে হবে এবং সুন্দর চরিত্রের অধিকারী হতে হবে।