ইমরান আল মাহমুদঃ
কক্সবাজারের পাহাড়তলী ব্রাজিল্টিনা মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ২০শে ডিসেম্বর শুক্রবারের ম্যাচে কক্সবাজার জেলা নির্মাণ শ্রমিক সমিতিকে ১-০গোলে হারিয়ে জয়লাভ করে উখিয়ার রুমখাঁপালং ইয়ং স্টার সোসাইটির খেলোয়াড়রা।
প্রথমার্ধ কোনো গোলের দেখা মেলেনি।
দ্বিতীয়ার্ধে রুমখাঁপালং ইয়ং স্টার সোসাইটির ১১নং জার্সিধারী খেলোয়াড় সাইফুর রহমানের গোলে এগিয়ে যায় রুমখাঁপালং ইয়ং স্টার সোসাইটি।
রুমখাঁপালং এর পক্ষে খেলোয়াড় ডিফেন্স মুফিজ ও মিজানের অসাধারণ খেলা দর্শকদের মুগ্ধ করে।এক পর্যায়ে খেলোয়াড় সাইফুর রহমান একমাত্র গোলটি করেন।
ম্যাচসেরা হন রুমখাঁপালং ইয়ং স্টার সোসাইটির খেলোয়াড় সাইফুর রহমান।
খেলা পরিচালনায় ছিলেন মোঃ সাজ্জাদ হোসেন।