মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
মহান বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে কক্সবাজার জেলা প্রশাসন একাদশ ও কক্সবাজার পৌর একাদশ এর মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সোমবার ১৬ ডিসেম্বর বিকেলে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচ ১৯৭১ সালে জয়বাংলা বাহিনীর কমান্ডার, জেলার প্রথম সশস্ত্র মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী ও জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন উদ্বোধন করেন। খেলায় কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব- উপসচিব) মোহাম্মদ আশরাফুল আফসার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু, সাবেক কৃতি ফুটবল খেলোয়াড় শরাফত উল্লাহ বাবুল, শফিউল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। কক্সবাজার পৌরসভা একাদশ সবুজ রং এর জার্সি পরে এবং কক্সবাজার জেলা প্রশাসন একাদশ লাল রং এর জার্সি পরে খেলায় অংশ নেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।