প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজার শহরের বালিকা মাদ্রাসা সংলগ্ন একাত্তরের স্মৃতি বিজাড়িত বধ্যভ‚মি সংরক্ষনের দাবি জানিয়েছেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে শনিবার সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত এক সভায় এমন দাবি জানানো হয়।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের বিজয় সুনিশ্চিত জেনে পাক হানাদার বাহিনীর সহায়তায় একাত্তরের রাজাকার গোষ্ঠি দেশকে মেধা শূণ্য করতে পরিকল্পিত হত্যা করেছিল। তারা বাংলাদেশকে মেধা শূণ্য একটি রাষ্ট্রে পরিণত করতে এমন হত্যা যজ্ঞ চালায়। সেই দিনের রাজাকার, আল বদররা এখনো নানা কৌশলে রাষ্ট্রকে ব্যর্থ করতে ষড়যন্ত্র করে যাচ্ছে। এর থেকে সকলকে সজাগ থাকতে হবে।

দীপক শর্মা দীপুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, প্রিয়তোষ পাল পিন্টু, তোফায়েল আহমদ, মুজিবুল ইসলাম, নজিবুল ইসলাম, আবদুল কুদ্দুস, ফরহাদ ইকবাল, সরওয়ার আজম মানিক, আমিনুল হক আমীন, মাহবুবুর রহমান, মোহাম্মদ জুনাইদ প্রমুখ।