মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার আইন কলেজ একই কলেজে শিক্ষকতা করেছেন, এমন ১২ জন গুনী শিক্ষককে সম্মাননা প্রদান করছে বুধবার ১১ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায়। কক্সবাজার আইন কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিতব্য এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন প্রধান অতিথি, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ এ.কে.এম ফজলুল করিম চৌধুরী, কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্য থিং অং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কক্সবাজার আইন কলেজের অধ্যক্ষ এডভোকেট মুহাম্মদ বাকের।

যে ১২ জন গুনী শিক্ষককে সম্মাননা প্রদান করা হবে, তাদের মধ্যে মরণোত্তর রয়েছেন ৪ জন। তারা হলেন-কক্সবাজার আইন কলেজ ও কক্সবাজার সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সৈয়দুল আবরার মোহাম্মদ শামসুল হুদা চৌধুরী (মরণোত্তর), এডভোকেট ফিরোজ আহমদ চৌধুরী (মরণোত্তর), এডভোকেট নুর আহমদ (মরণোত্তর) এডভোকেট মোহাম্মদ আবুল বশর (মরণোত্তর)। অন্যান্যরা হলেন-সাবেক অধ্যক্ষ এডভোকেট এস.এম নুরুল হক চৌধুরী, এডভোকেট ছালামত উল্লাহ, এডভোকেট শাহনেওয়াজ আহমদ জাহাঙ্গীর, এডভোকেট পীযুষ কান্তি চৌধুরী, এডভোকেট (প্রফেসর) নুর আহমদ, এডভোকেট আবুল কালাম আজাদ, মোহাম্মদ জাহাঙ্গীর ও এডভোকেট রেবেকা সুলতানা। গুনী শিক্ষক সম্মাননা প্রদান উপ কমিটির আহবায়ক ও অধ্যক্ষ এডভোকেট মুহাম্মদ বাকের বলেন, সম্মাননা প্রদানের জন্য মনোনীত গুনী শিক্ষকেরা এই কলেজকে অনেক কিছু দিয়েছেন। তাঁদের অবদানকে স্বীকৃতি দেওয়া, মূল্যায়ন করা আমাদের পক্ষে কখনো সম্ভব নয়। তারপরও কলেজের সীমিত সাধ্য দিয়ে আমরা মরণোত্তর শিক্ষককদের পরিবার পরিজনকে এবং যাঁরা এখনো আমাদের ছায়া হয়ে আছেন তাঁদেরকে কিছুক্ষণের জন্য হলেও মর্যাদায় অভিষিক্ত করতে চাচ্ছি। সম্মাননা প্রদান কমিটির সমন্বয়কারী এডভোকেট সিরাজ উল্লাহ বলেন, কক্সবাজার আইন কলেজের এসব গুনী শিক্ষক তাদের নিজ নিজ কর্মগুনে সবার কাছে সমুজ্জ্বল। তারপরও পরবর্তী প্রজম্মকে উৎসাহিত করতে গুনী শিক্ষকদের আলোয় আলোকিত করতে চাচ্ছি। এডভোকেট সিরাজ উল্লাহ বলেন, ইতিমধ্যে দাওয়াত, প্যান্ডেল, স্টেজ সহ সবকিছু তৈরী ও প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমন্ত্রিত অতিথিদের যথাসময়ে অনুষ্ঠানে আসার জন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।