আবুল কালাম, চট্টগ্রাম:
চট্টগ্রাম ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ এলাকার একটি ঢেবা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালের দিকে তাদের উদ্ধার করা হয়।
শিশু দুইটির নাম হলো লামিয়া আক্তার (৩) পিতা জাঙ্গগীর আলম মেঘলা আক্তার (৪) পিতা কামাল হোসেন তার আগ্রাবাদ ঢেবা সংলগ্ন এলাকার বাসিন্দা এবং দু জনই সম্পর্কে চাচাতো বোন।
পুলিশ জানায়, বুধবার দুপুরে ফুফুর বাসায় বেড়াতে যায় লামিয়া ও মেঘলা। বিকেল থেকে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে রাতে ডবলমুরিং থানায় সাধারণ ডায়েরি করে পরিবার।
ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইমরান জানান, সকালে ঢেবায় গোসল করতে গিয়ে স্থানীয় একজন মরদেহ দুটি দেখতে পান। পরে পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।
দুই শিশুর পরিবারের সঙ্গে আমরা কথা বলছি। পুরো ঘটনা জানার চেষ্টা করছি। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা মনে হলেও পুরো বিষয়টি তদন্ত করে দেখবে পুলিশ বলেন পুলিশ কর্মকর্তা ইমরান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।