মো. নুরুল করিম আরমান, লামা:
বান্দরবানের লামা উপজেলায় মো. সাহেদ (২৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের মাষ্টার পাড়া এলাকার মাঈন উদ্দিনের কড়ই বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। মো. সাহেদ মাষ্টার পাড়ার বাসিন্দা মকবুল হোসেনের ছেলে।

সূত্র জানায়, সোমবার দুপুর ১২টার দিকে কড়ই বাগানে একটি লাশ দেখে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন। পারিবারিক বিরোধের জের ধরে সাহেদ বিষ পান করতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছেন স্থানীয়রা।

এ বিষয়ে রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ সদস্য মো. শফি আলম বলেন, কি কারণে সাহেদ বিষপান করেছে; তার কারণ জানা যায়নি। মৃতের মা-বাবাও কিছু বলতে পারছেনা।

যুবকের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা বলেন, প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মৃত সাহেদের লাশ বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে।