প্রেস বিজ্ঞপ্তি

আগামী ২৮ নভেম্বর ( বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য নেজামে ইসলাম পার্টির কক্সবাজার জেলা কাউন্সিল সফল করতে জেলাব্যাপী দাওয়াতী তৎপরতা চলছে। এরই অংশ হিসেবে জেলা আমীর মাওলানা হাফেজ ছালামতুল্লাহ ও সাধারণ সম্পাদক মাওলানা ইয়াছিন হাবিবের নেতৃত্বে এক দাওয়াতী কাফেলা ২৪ নভেম্বর (রবিবার) কক্সবাজার শহর, সদর উপজেলার খুরুশকুল, চৌফলদন্ডী, বৃহত্তর ঈদাগাঁও, রামু উপজেলার রশিদনগর, জোয়ারিয়ানালা, ফতেখাঁরকুল ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় সফর করেন। দাওয়াতী কাফেলায় অন্যান্যদের মধ্যে ছিলেন, জেলা নেজামে ইসলাম নেতা মাওলানা আব্দুর রহমান জিহাদী, ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, ইসলামী ছাত্রসমাজের সাবেক জেলা সহ-সভাপতি মুফতি ইউছুফ মক্কী।
সফরকালে নেতৃবৃন্দ পর্যায়ক্রমে মরহুম মাওলানা নুরুল হক আরমান (রহ.) এর ঘনিষ্ঠ সহযোদ্ধা, শহীদ তিতুমীর ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা পরিচালক মাষ্টার মুহাম্মদ শফিকুল হক, কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা এনামুল হক, মা’হাদ আন-নিবরাসের পরিচালক মাওলানা জিয়াউল হক, খুরুশকুল অদুদিয়া তা’লিম উদ্দিন মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি এমদাদুল্লাহ হাসান, নেজামে ইসলাম পার্টির প্রাক্তন মহাসচিব মাওলানা নুরুল হক আরমান রহ. প্রতিষ্ঠিত মাদ্রাসা মদীনাতুল উলুমের পরিচালক, সদর উপজেলা নেজামে ইসলাম পার্টির সহ-সভাপতি মাওলানা হোসাইন আহমদ, চৌফলদন্ডী নোমানিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা রফিক উদ্দিন, চৌফলদন্ডী ইত্তেহাদুল উম্মাহর দায়িত্বশীল মাওলানা ছৈয়দ আলম মুছররত, ঈদাগাঁও আল-গিফারী ইসলামিক সেন্টারের মাওলানা সাইফুল ইসলাম, প্রবীণ আলেম মাওলানা ওবাইদুল হক, জেলা নেজামে ইসলাম পার্টির নায়েবে আমীর মাওলানা হাফেজ আব্দুর রহিম ফারুকী, ঈদাগাঁওর বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা আবুল হাশেম, মাওলানা আব্দুল বাসেত, রামু উপজেলার রশিদনগর আশরাফুল উলুম মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা মুফতি শাহেদ নুর, জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আবু বকর ছিদ্দিক, শিক্ষা পরিচালক মাওলানা শামসুল হক, শিক্ষক মাওলানা এজাজুল করিম শফী, রামু জামেয়াতুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ শামসুল হকসহ প্রতিনিধিত্বশীল আলেম-ওলামা ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন। দীর্ঘদিন পরে হলেও নেজামে ইসলাম পার্টির নবতর পথচলায় ইসলাম অনুরাগী দেশপ্রেমিক জনতার মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দামেজ সৃষ্টি হয়। মতবিনিময়কালে সকলেই প্রখ্যাত বুযুর্গ মনীষীদের হাতে গড়া ঐতিহ্যবাহী এ রাজনৈতিক দলের নতুন অগ্রযাত্রাকে স্বাগত জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।