নিউইয়র্ক সংবাদদাতাঃ
নিউইয়র্কে এনআরবি তারকা এ্যাওয়ার্ড পেয়েছেন উত্তর আমেরিকার জনপ্রিয় উপস্থাপিকা, এনটিভির সাবেক সিনিয়র নিউজ প্রেজেন্টার ও টিবিএন ২৪ টেলিভিশনের সিনিয়র নিউজ প্রেজেন্টার শামসুন নাহার নিম্মি।
তিনি নিউইয়র্কের সাপ্তাহিক আজকালের নির্বাহী সম্পাদক ও আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগরের সহধর্মিনী।
নিম্মি ইতোপূর্বেও বেশক’টি এ্যাওয়ার্ড পেয়েছেন।
শো-টাইম মিউজিক আয়োজিত অনুষ্ঠানে আরো এ্যাওয়ার্ড পেয়েছেন জেবিবিএর প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, ভয়েস অব আমেরিকার সাংবাদিক আকবর হায়দার কিরণ, বিখ্যাত ফটো সাংবাদিক লুৎফুর রহমান বিনু, বাংলা ভিশনের সাংবাদিক নিহার সিদ্দিকী, কালের কন্ঠের বিশেষ প্রতিনিধি শামীম আল আমিন, সাংবাদিক আবদুল হামিদ, সংগীতশিল্পী তনিমা হাদি, রানু নেওয়াজ, কামরুজ্জামান বকুল, নীলিমা শশী, কমিউনিটি এক্টিভিস্ট ফাহাদ সোলাইমান, আবদু রশিদ বাবু, শিবলী সাদিক, নাসরিন আহমেদ, নীরা এস নীরু।
এনআরবি এওয়ার্ড প্রবাসের প্রতিভা স্বীকৃতির সব চেয়ে বড় আসর বলে জানিয়েছেন আয়োজক প্রতিষ্ঠানের কর্ণধার আলমগীর খান আলম।
রোববার রাতে নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসের এ অনুষ্ঠানে সাপ্তাহিক দেশ বাংলা সম্পাদক ডা. চৌধুরীর সারওয়ার হাসান, সাপ্তাহিক বর্ণমালা সম্পাদক মাহাফুজুর রহমানসহ কয়েকজন অতিথি সংশ্লিষ্টদের হাতে এওয়ার্ড তুলে দেন।
অনুষ্ঠানে প্রবাসের জনপ্রিয় সংগীত শিল্পীরা সংগীত পরিবেশন করেন। ছিল নৃত্যায়োজন ও ফ্যাশন শো।
অনুষ্ঠান উপস্থাপনা করেন ঝর্ণা ফাত্তাহ, সেলিম ইবরাহীম ও সোনিয়া।