প্রতীকী ছবি

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের উপকূলবর্তী সাগর থেকে একটি ট্রলারসহ মালয়েশিয়াগামী ১১৯ রোহিঙ্গা শরনার্থীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার ১৪ নভেম্বর দুপুর ১২টার দিকে তাদের উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের চট্টগ্রাম জোনের স্টাফ অফিসার লে. কমান্ডার সাইফুল ইসলাম সিবিএন-কে এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানিয়েছে, উদ্ধারকৃত ১১৯ রোহিঙ্গা শরনার্থীদের মধ্যে ১৪টি শিশু, ৫৮ জন নারী ও ৪৭ জন পুরুষ রয়েছে। তারা সবাই কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প থাকে পালিয়ে সাগরপথে মালয়েশিয়া যাচ্ছিল।

লে. কমান্ডার সাইফুল ইসলাম সিবিএন-কে আরো জানান, বৃহস্পতিবার ১৪ নভেম্বর সকালে জেলেদের মাধ্যমে তারা জানতে পারে, সেন্টমার্টিনের দক্ষিণে বঙ্গোপসাগরে মানুষভর্তি একটি ট্র্রলার সাগরপথে মালয়েশিয়া যেতে প্রস্তুতি নিচ্ছে। এরপর সেন্টমার্টিন কোস্ট গার্ডের একটি দল অভিযান চালিয়ে ট্রলারসহ ১১৯ রোহিঙ্গা শরনার্থীকে উদ্ধার করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে উদ্ধার হওয়া রোহিঙ্গাদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।