টেকনাফ সংবাদদাতা:
টেকনাফের হ্নীলা পশ্চিম পানখালী এলাকায় পৈত্রিক জমিজমা ভাগবাটোয়ারা বনিবনা না হওয়ায় ছোট ভাই মো. আমিন (৩৮) প্রকাশ ভুলুর হামলায় রক্তাক্ত জখম হয়েছেন বড় ভাই রমিজ উদ্দিন (৪৬)। ছোট ভাইসহ আরো কয়েকজন সন্ত্রাসী শ্রেনীর লোক স্বসস্ত্র হামলা ও পরিকল্পিতভাবে কুপিয়ে মারাত্মক জখমের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে এঘটনা ঘটে। আহত রমিজকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় জড়িত কেউ আটক হয়নি।
ভিকটিম রমিজ উদ্দিন অভিযোগ করেন- পশ্চিম পানখালী এলাকার স্থানীয় চিহ্নিত ইয়াবা কারবারী মৃত আবুল হাশেমের পুত্র মো. আইয়ুব প্রকাশ ইয়াবা লালাইয়্যার ইন্ধনে তার ছোটো ভাই মো. আমিন এই হামলা চালিয়েছে।
ঘটনার শুরুতে অভিযুক্ত হামলাকারী আইয়্যুব কথা বলার অজুহাত দেখিয়ে ঘর থেকে ডেকে নিয়ে ফরেস্ট রোড দিয়ে ইদগাহ মাঠ পর্যন্ত নিয়ে যায়। সেখানে তার আপন সহোদর আমিন ও একদল মুখোশ পরিহিত লোকজন এগিয়ে এসে অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়। সেখানে শোর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আমিন ও আইয়্যুবকে দমন করে। এসময় বাকী হামলাকারীরা পালিয়ে যায়।
হামলার পর পারিবারিকভাবে টেকনাফ থানায় অভিযোগ দিতে গেলে সেখানে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার প্রাথমিক পরামর্শে আহত রমিজ উদ্দিনকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে এবিষয়ে অভিযুক্ত হামলাকারী আমিনের বক্তব্য জানতে চাওয়া হলে অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, আমাদের না জানিয়ে জমি বিক্রি করতে চাওয়ায় এই ঘটনার সূত্রপাত। বাধা দেওয়ায় আমাকে উল্টো মারধর করেছেন বড় ভাই। ঘটনা সম্পূর্ণ সাজানো বলে দাবি করেছেন আমিন।