সংবাদ বিজ্ঞপ্তি:
রামুর গর্জনিয়া ইউনিয়নের পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে- বুধবার (১৩ নভেম্বর) পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ, পুলিশ পরিদর্শক মো. আনিছুর রহমান। তাঁর বক্তব্যে শিক্ষার্থীদেরকে কিশোর অপরাধে না জড়ানোর আহবান জানানো হয়। পাশাপাশি কোন শিক্ষার্থী হয়রানীর শিকার হলে পুলিশ সদস্যরা দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নিবেন বলে অবগত করেন। সর্বপরি প্রতিটা শিক্ষার্থীকে ভালো মানুষ হওয়ার অনুরোধ করেন তিনি।
সভাপতির বক্তব্যে পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও আলোচিত সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী পরীক্ষার্থীদের উদ্দেশে বলেন, ”তোমরা যদি ভালো হতে চাও, তাহলে শুধু বেয়াদব নয়, যে মানুষকে তোমাদের খারাপ মনে হয়, ভুল মনে হয়, দুর্নীতিপরায়ণ মনে হয়, মূল্যবোধহীন মনে হয়- সেই মানুষ যা করে তোমরা ঠিক তার উল্টোটা করবে। আশা করি, তোমরা নিশ্চয়ই উচ্চতর মানুষ হবে। আমরা যার নাম দিয়েছি ‘আলোকিত মানুষ’।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর কুমার ধর। সহকারি শিক্ষক আতিকুল ইসলামের প্রানবন্ত পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- স্থানীয় ইউনিয়ন পরিষদ ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য নুরুল আলম, সহসভাপতি মনিরুল আলম, সদস্য নাছির উল্লাহ চৌধুরী, মর্জিনা শাহিন চৌধুরী মুন্নি, শিক্ষক সুকান্ত বাবুল নাথ নয়ন, ফরিদা ইয়াসমিন, পারবিন আক্তার, বেনজির রশীদ, নাহিদা আক্তার, গর্জনিয়া পুলিশ ফাড়ির কনস্টেবল রানা দাশ, বিদায়ী শিক্ষক সুমন বড়ুয়া প্রমূখ।
অনুষ্ঠানে বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন শিক্ষক মাওলানা মো. শাহজাহান।
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন ফৌজিয়া আফিয়া চৌধুরী। বিদায়দানকারী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন ৪র্থ শ্রেণির শিক্ষার্থী তানিকা আমরিন উরবানা। মানপত্র পাঠ করেন একই শ্রেণির মিফতাহুল জান্নাত। পরে ৭৫ জন পরীক্ষার্থীকে উপহার সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ। আলোচনাসভা শেষে অতিথি, শিক্ষক ও পরীক্ষার্থীরা ফটোশেসনে আবদ্ধ হন।