মো. নুরুল করিম আরমান, লামা:
বান্দরবানের লামা উপজেলার নুনারঝিরি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এক দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে মুনাজাত পরিচালনা করেন, লাইনঝিরি ইসলামিয়া মোহাম্মদীয় দাখিল মাদ্রসার সুপার মোহাম্মদ ইব্রাহীম। এ সময় সহ-সুপার কাজী মোহাম্মদ ইলিয়াছ, প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল করিম আরমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. জামাল উদ্দিন, প্রধান শিক্ষক সৈয়দা শাহনাজ পারভীন, সহকারী শিক্ষক মো. ফারুক হোসেনসহ অভিভাবকগন উপস্থিত ছিলেন। দোয়া শেষে পিএসসি পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ।