এ কে এম ইকবাল ফারুক, চকরিয়া:
চকরিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা বুধবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের হলরুম ‘মোহনা’ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে অনুষ্টিত সভার শুরুতে গত সভার রেজুলেশন পাঠ করেন সহকারি কমিশনার (ভুমি) মো.তানভীর হোসেন।

সভায় উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হাবিবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, মো.শাহবাজ, চকরিয়া ট্রাফিক পুলিশের ইন্সেপক্টের মো.সেলিম উদ্দিন, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরী, পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলা, সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন বাবুল, চিরিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.শওকত ওসমান,কোণাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল হক সিকদার, খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৌলানা আব্দুর রহমান, বম-ুবিলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মতলব, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার, চকরিয়া পৌরসভার সচিব মাসউদ মোরশেদ, চকরিয়া সিটি কলেজের অধ্যক্ষ সালাহউদ্দিন ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের চকরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মুকুল কান্তি দাশসহ প্রমুখ।

সভায় বক্তরা বলেন, গত আইন-শৃঙ্খলা কমিটির সভার প্রস্তাবের আলোকে শিক্ষা প্রতিষ্টান কেন্দ্রিক নিরাপত্তা জোরদার করায় বর্তমানে ইভটিজিং কমেছে। মহাসড়কের পৌরশহরস্থ বক্স-রোডে ছোট যান চলাচল বন্ধ করে দেয়ায় দুরপাল্লার যান চলাচলে এখন আর যানযট ও প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছেনা। এছাড়া বক্স রোড়ের পার্শ্ববর্তী সাইট রোডের যানজট নিরশনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের ব্যাপারেও সভায় আলোচনা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এলাকার বিভিন্ন ধরনের বিরোধ সামাজিকভাবে মিমাংসা হওয়ায় থানায় মামলার পরিমাণ এখন অনেক কমেছে। ধর্ষণের অভিযোগ পাওয়ার পর ঘটনাগুলো মিথ্যা হলেও অপ্রাপ্ত বয়স্কতার কারণে থানায় মামলা নিতে বাধ্য হচ্ছেন বলেও জানান তিনি। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন ও আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।