মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধিঃ
ভারতে পাচার কালে যশোরের বেনাপোল ঘিবা সীমান্ত থেকে ২ পিস স্বর্ণেও বার সহ শ্রী দিলিপ বিশ্বাস (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার(১৩ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় বেনাপোল ঘীবা সীমান্তের পিলার-২২,মাঠ থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি ঘিবা ক্যাম্পের হাবিলদার মোঃ ওবায়দুল হকের নেতৃত্বে বিজিবি সদস্যরা তাকে আটক করে।আটক শ্রী দিলিপ বিশ্বাস ৩ নং ঘীবা গ্রামের শ্রী নরেন বিশ্বাসের ছেলে।

যশোর ৪৯, বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ নজরুল ইসলাম জানায়, গোপন খবরে জানা যায়, বেনাপোল সীমান্ত পথে ভারতে স্বর্ণের বড় একটি চালান পাচার হবে। পরে বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করে। এক পর্যায়ে সন্দেহ ভাজন ওই যুবক দিলিপকে ঘীবা সীমান্তের মাঠ থেকে তাড়িয়ে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশী করে ১ কেজি ৯৯৮ গ্রাম ওজনের ২ পিস স্বর্ণেও বার উদ্ধার করা হয়। যার বাজার মুল্য প্রায় এক কোটি আট লাখ টাকা।

আটক স্বর্ণ পাচারকারীর বিরুদ্ধে আইনী প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।