সিবিএন :
জাতীয় রাজস্ব বোর্ড চট্টগ্রাম বিভাগে কক্সবাজার জেলা- ২০১৯ সনের ২য় সর্বোচ্চ করদাতার পুরস্কার পেলেন বিশিষ্ট ঠিকাদার ও ব্যবসায়ী মোহাম্মদ আবু কাউসার । বুধবার (১৩ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম জিইসি কনভেনশন সেন্টারে আয়কর মেলার অনুষ্ঠানে তাকে এ সম্মাননা তুলে দেয়া হয়। তিনি গত বছর ও সেরা করদাতার সম্মাননা লাভ করেছিলেন।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান, বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, কাস্টমস এক্সাইজ ও ভ্যাটের কমিশনার মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলমসহ পদস্থ কর্মকর্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম কর অঞ্চলের প্রধান জিএম কায়কোবাদ।
উল্লেখ্য, মোহাম্মদ আবু কাউসার কক্সবাজার পৌর এলাকার বায়তুশ শরফ সড়কস্থ মরহুম আমান উল্লাহ কন্ট্রাক্টর ও মরহুমা তমন আরা বেগম’র প্রথম পুত্র। তিনি তামান্না কন্সেট্রাকশনের সত্ত্বাধিকারী এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ঠিকাদার।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।