মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি :
বান্দরবানের লামা উপজেলায় ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক ও মালিক সমিতির উদ্যোগে বিনামুল্যে ২৫জন চালকদের মাঝে পোষাক বিতরণ করা হয়েছে। উপজেলার রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ পোষাক বিতরণ উদ্ভোধন করেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা। মঙ্গলবার বিকালে লামা-রুপসীপাড়া সড়ক মোটর সাইকেল চালক ও মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ সদস্য আবুল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীন, উপজেলা তাঁতী লীগের সভাপতি মো. নাছির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী নাছির উদ্দিন বিশেষ অতিথি ছিলেন। পোষাক বিতরণের সত্যতা নিশ্চিত করে মোটর সাইকেল চালক ও মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আলী বলেন, পর্যায়ক্রমে আরো ৯৫ জন চালকের মাঝে বিনামূল্যে পোষাক বিতরণ করা হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।