আবুল কাশেম সাগর, রামু
সাতঘরিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির সমাপণি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ে শিক্ষক পবন বড়ুয়ার পরিচালনায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আবু তাহের এর সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু নছর হাছান।
সভায় বিশেষ অতিথি ছিলেন সাতঘরিয়া পাড়া মাজহারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মাওলানা মোঃ হারুণ, সাতঘরিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক (অব:) জাকের উল্লাহ, দৈনিক ভোরের ডাক রামু প্রতিনিধি আবুল কাশেম সাগর।
সভায় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিল্পী বড়ুয়া, নাছিমা আক্তার, আকতার আলম, পলি বড়ুয়া।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পরিক্ষা উপকরণ প্রদান করা হয়। এসময় স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।