ইমাম খাইর, সিবিএনঃ
কুমিল্লার কুরপাই এলাকায় মাছভর্তি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কক্সবাজার শহরের একজন মাছ ব্যবসায়ীসহ দুইজন নিহত হয়েছেন।
তাদের একজন কক্সবাজার পৌরসভার ২ নং ওয়ার্ডের পশ্চিম নতুন বাহারছড়ার মৃত মতিউর রহমান প্রকাশ মতি সওদাগরের ছেলে সৈয়দ হোসেন (৩৮)।
আরেকজন পিকআপের (চট্ট মেট্টো-ড -১১-০০২৭৬) হেলপার তারেকুর রহমান (২৩)। তিনি রামু চা বাগান রেস্টহাউস মোড় এলাকার বাসিন্দা মোস্তাক আহমদের ছেলে।
১৩ নভেম্বর ভোর ৪ টার সময় এই দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানটি বুধবার সকাল সাড়ে ১১ টা পর্যন্ত ঘটনাস্থলে রয়েছে। নিহত দুইজনের লাশ এলাকায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে। চালক রমজান আলীকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার কথা নিশ্চিত করেছেন কুমিল্লা হাইওয়ে পুলিশের ওসি মোঃ আলমগীর হোসেন।
তিনি জানান, মাছবাহী পিকআপ ভ্যানটি দ্রুত ঢাকা পৌঁছাতে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। চালকের চেয়ে মাছের মালিকের দায় বেশী বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছে।
নিহত ছৈয়দ হোসেন শহরের বিশিষ্ট মাছ ব্যবসায়ী মুজিব হোসেন ও আমজাদ হোসেনের ছোট ভাই বলে জানিয়েছেন কক্সবাজার মৎস্য ব্যবসায়ী ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি জয়নাল আবেদীন।
তিনি জানান, বিক্রির উদ্দেশ্যে কক্সবাজার থেকে মাছ নিয়ে ঢাকা যাওয়ার পথে কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন জয়নাল আবেদীন।
পিকআপ ভ্যান খাদে পড়ে কক্সবাজারের মাছ ব্যবসায়ীসহ ২ জন কুমিল্লায় নিহত
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।