এম.মনছুর আলম, চকরিয়া :
চকরিয়ার কৈয়ারবিল থেকে সাজাপ্রাপ্ত দুই পালাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আসামীরা হলেন- কৈয়ারবিল ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মিয়াজি পাড়া এলাকার শফিউল আলমের ছেলে মো: আবদুল্লাহ প্রকাশ টনাইয়া (৩৬) ও একই ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের পূর্ব কৈয়ারবিল ইসলাম নগর এলাকার মৃত আবদুল জলিলের ছেলে পুতিয়া (৩৪)।
মঙ্গলবার দিবাগত রাতে মিয়াজি পাড়া ও ইসলাম নগর এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আকবর মিয়া নেতৃত্বে অভিযান চালানো হয়।
ধৃত আসামী আবদুল্লাহর বিরুদ্ধে ১ বছর ৬ মাস ও পুতিয়া’র বিরুদ্ধে দুই মাসের সাজা পরোয়ানা জারি রয়েছে আদালতের।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত আসামীদেরকে আদালতে প্রেরণ করা হবে। পুলিশের অভিযান অব্যাহত থাকবে।