মোহাম্মদ হোসেন,হাটহাজারী :
ঐতিহ্যবাহী উত্তর চট্টগ্রামের হাটহাজারী আনোয়ারুল উলুম নোমানীয়া বহুমুখী ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার উদ্যোগে ও আনজুমানে কাদেরিয়া চিশতিয়া আজিজিয়া বাংলাদেশের ব্যবস্থাপনায় পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে ৭ দিন ব্যাপী ঐতিহাসিক আজিমুশশানথদরূদথসালামথসম্মেলন’১৯ এর ৬ম দিবসের মাহফিল অনুষ্টিত হয়েছে। মাহফিলে তকরির পেশ করেন আল্লামা শাহজাদা আবুল ফছিহ্ মোহাম্মদ আলাউদ্দিন সাহেব (মাঃজিঃআ),হযরতুলহাজ্ব আল্লামা মো: শহিদুল হক হোসাইনী সাহেব (মাঃজিঃআঃ) প্রধান মুহাদ্দিস, পটিয়া শাহচাঁদ আউলিয়া কামিল মাদরাসা, হযরতুহাজ্ব আল্লামা সৈয়দ মোহাম্মদ শহিদুল আলম শাহ হাদী সাহেব (মাঃজিঃআঃ),সাজ্জাদানশীন, হাদী নগর দরবার শরীফ, চট্টগ্রাম ।
হযরত মাওলানা মোহাম্মদ সৈয়দ মো:শরীফ উদ্দিন সাহেব (মাঃজিঃআঃ), আরবি প্রভাষক, হাটহাজারী আনোয়ারুল উলুম নোমানীয়া বহুমুখী ফাযিল (ডিগ্রী) মাদ্রাসা, হাটহাজারী, চট্টগ্রাম। উপস্থিত ছিলেন: আল্লামা সৈয়দ মুফিজুল রহমান,আল্লামা লোকমান চিশতী মাওলানা সৈয়দ মো: জুননুরাইন, মাওলানা জসিম উদ্দিন,মাওলানা কাওছার আলম, মাওলানা কামাল উদ্দিন,মাওলানা ফেরদৌসুল আলম, মাওলানা সালেহ আহম প্রমুখ।