নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার শহরের উত্তর রুমালিয়ারছড়া ব্রিকফিল্প রোড এলাকায় বহুতল ভবন ঘেঁষে বৈদ্যুতিক খুঁটি ও ট্রান্সফর্মার বসানোর অভিযোগ পাওয়া গেছে। এতে করে প্রতিদিন ছোট বড় দুর্ঘটনা ঘটে চলছে।
দ্রুত সময়ের মধ্যে বৈদ্যুতিক খুঁটি ও ট্রান্সফর্মার সরানো না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে স্থানীয় বাসিন্দারা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বহুতল ভবন সংলগ্ন ট্রান্সফর্মার ও বৈদ্যুতিক খুঁটির শর্ট সার্কিট থেকে সৃষ্ট বিকট আওয়াজের কারণে স্থানীয়রা আতঙ্কিত হয়ে ওঠে। অনেক সময় পার্শ্ববর্তী বাসাবাড়ির লোকজন ও পথচারীরা দৌঁড়ে পালাতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদীন অভিযোগ করে বলেন, আমার বাসার বেলকনি লাগোয়া জায়গায় বৈদ্যুতিক খুঁটি স্থাপন করার খবরে দুর্ঘটনার আশঙ্কার কথা জানিয়ে বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে লিখিত আপত্তি জানাই। কিন্তু আমারা অভিযোগ পাত্তা দেয়নি সংশ্লিষ্টরা। যে কারণে এখন প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে বৈদ্যুতিক খুঁটি ও ট্রান্সফর্মার সরানো না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে স্থানীয়রা।
প্রসঙ্গে জানতে চাইলে কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুল কাদের গণি বলেন, টেকনিক্যাল টিম পাঠিয়ে সরেজমিন যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।