মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধিঃ
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় অগ্নিকান্ডে ৭ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
(আজ ১২ নভেম্বর) মঙ্গলবার দুপুর ২টার সময় নলুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড আলীর বাপের বাড়ি এলাকায় ঘটনাটি ঘটে
। রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত বলে জানা যায়। অগ্নিকান্ডে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ অন্যান্য মূল্যবান মালামাল মিলে আনুমানিক ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোহাম্মদ আইয়ুব এর রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরনের পর সৃষ্ট আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে সকল
বসতঘরে ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বসতঘর এর মালিকরা হলেন মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ ইউসুফ, আলী আহমদ, মোহাম্মদ হাসান, মোহাম্মদ হোসেন, বেলাল উদ্দিন ও আহমদ ছফা । আগুনের লেলিহান শিখায় সেমিপাকা ও বেড়ার টিনশেড বাড়িগুলো মুহুর্তের মধ্যে ভষ্মিভূত হয়ে যায়। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। সাতকানিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ মারুফ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি আশপাশের বাড়িতে আগুন ছড়িয়ে না পড়ার সর্বাত্মক চেষ্টা করি।
স্থানীয় ইউপি সদস্য মাহবুবুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ অন্যান্য মূল্যবান মালামাল মিলে আনুমানিক
২৫-৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নলুয়া ইউনিয়নের চেয়ারম্যান তছলিমা আক্তার অগ্নিকান্ডের কথা স্বীকার করে বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। টিনসেড ও সেমিপাকা বসতঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্তরা বর্তমানে মানবেতর দিন কাটাচ্ছেন। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষনিকভাবে বলা যাচ্ছেনা একটু তদন্ত করে বলতে হবে।
সাতকানিয়ায় আগুনে ৭ বসতঘর পুড়ে ছাই
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।