প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজার সরকারি কলেজের বিজ্ঞান ক্লাবের উদ্যোগে বিজ্ঞান উৎসব-২০১৯ উপলক্ষে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বিজ্ঞান অলিম্পিয়াড-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। ১২ নভেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় অনুষ্ঠিত উক্ত অলিম্পিয়াডে ছয় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

কলেজ অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী, উপাধ্যক্ষ প্রফেসর পার্থ সারথি সোম, বিজ্ঞান ক্লাবের সম্পাদক মোঃ অহিদুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক মফিদুল আলম ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রনজিত বিশ^াসহ অন্যান্য শিক্ষকবৃন্দ হল পরিদর্শন করেন এবং অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। বিজ্ঞান উৎসব-২০১৯ উপলক্ষে আগামিকাল ১৩ নভেম্বর বুধবার বিজ্ঞান বিষয়ক বিভিন্ন কর্মসূচি- র‌্যালি, বিজ্ঞান বক্তৃতা, বিজ্ঞান প্রকল্প উপস্থাপন, বিতর্ক প্রতিযোগিতা, বিজ্ঞান জিজ্ঞাসা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।