প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজারের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুলের ২০১৯ সালের পিইসিই পরীক্ষার্থীদের সফলতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ অক্টোবর) বিদ্যালয় মিলনায়তনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আবসার। বিশেষ অতিথি ছিলেন, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ডা. সরওয়ার হাসান, সহকারী সিভিল সার্জন মহিউদ্দীন আলমগীর, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন, বিদ্যালয়ের একাডেমিক সেক্রেটারি জাহাঙ্গীর কাশেম।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আবসার বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের জাতির ভবিষ্যত। তারাই একদিন এই দেশের দায়িত্ব নিবে। তাই পরিপূর্ণ ও সঠিক দিয়ে প্রত্যেক শিক্ষার্থীকে প্রকৃত মানুষ রূপে গড়ে তুলতে হবে।
তিনি আরো বলেন, নানা কারণে সমাজে নৈতিক অবক্ষয় তৈরি হয়েছে। কক্সবাজারেও সেই অবক্ষয়ের রাহুগ্রাস বিরাজ করছে। কক্সবাজারের এই নৈতিক অবক্ষয় রোধে সর্বস্তরের শিক্ষার্থীদের এগিয়ে এসে কাজ করতে। একই সাথে নীতিবান ও আদর্শিক আগামীর নাগরিক তৈরি করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিরলস প্রচেষ্টা চালাতে হবে। সে ক্ষেত্রে কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুল তাদের চলমান প্রচেষ্টা অব্যাহত রেখে আগামী দিনের উজ্জ্বল আলোকবর্তিকা হবে- এই প্রত্যাশা করছি।
আলোচনা সভার পর শিক্ষার্থীদের সফলতা কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল কাইয়ুম। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তাফান্নুম সোহারাত ওয়াজিহা, মারওয়া ও শাহনামা চৌধুরী। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।