মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

আওয়ামীলীগ বান্দরবান জেলা শাখার সম্মেলন আগামী ২৬ নভেম্বর সকাল ১০ টা হতে বান্দরবান শহরের বোমাং রাজার মাঠে অনুষ্ঠিত হবে। বান্দরবান জেলা আওয়ামীলীগের দায়িত্বশীল সুত্র সিবিএন-কে এ তথ্য নিশ্চিত করেছেন।

সুত্রমতে, সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, আওয়ামীলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি ও সম্মেলনের উদ্বোধক, আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপমন্ত্রী এ.কে.এম এনামুল হক শামীম এমপি বিশেষ অতিথি এবং বান্দরবান জেলা আওয়ামীলীগের সভাপতি ক্য শৈ হ্লা সম্মেলনে সভাপতিত্ব করবেন।