মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার শহরের লাল দীঘির উত্তর পাড় (উত্তরা লেইন) এর বাসিন্দা মরহুম পেয়ারা মিয়ার ৪র্থ সন্তান, সাবেক কৃতি ফুটবলার শেখ সামসুদ্দিন প্রকাশ সাজ্জান মঙ্গলবার ১২ নভেম্বর সকাল সাড়ে ১১ টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজেউন)। মরহুম শেখ শামসুদ্দিন সাজ্জান দীর্ঘদিন অসুস্থ ছিলেন। কক্সবাজার পৌরসভার সাবেক কমিশনার নুরুল হক মাঝু’র ছোট ভাই মরহুম শেখ শামসুদ্দিন সাজ্জান। মঙ্গলবার মাগরিবের নামাজের পর শহরের বদর মোকাম জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্টিত হয়। জানাজা শেষে মরহুম শেখ শামসুদ্দিন সাজ্জানকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।