ইমরান আল মাহমুদঃ
শীত মৌসুম আসার সাথে সাথেই বেড়ে যায় পানের দাম।এই দামবৃদ্ধি থাকে শীত মৌসুম শেষ না হওয়া পর্যন্ত। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে পান।যার ফলে ব্যবসায়ীরা সন্তুষ্টি প্রকাশ করছেন।
১২ই নভেম্বর মঙ্গলবার উখিয়া স্টেশন পানবাজার ঘুরে দেখা যায়,পান বিক্রি হচ্ছে চড়া দামে।তবে দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে কয়েকজন পান ব্যবসায়ী জানান,শীত মৌসুম আসলে পানের দাম একটু বেড়ে যায়।পানের বরজ থেকে পান উত্তোলন করা যায় খুবই কম পরিমাণ। যার ফলে দাম বেড়ে যায় বলে জানান।
তবে এ দাম বৃদ্ধিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।কারণ,বিভিন্ন সময় বিভিন্ন কারণে হঠাৎ পানের দাম কমে যায়।যার ফলে অনেকসময় লোকসান গুনতে হয়েছে বলে জানান।