আবদুর রশিদ ,নাইক্ষ্যংছড়ি :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাড়ী ৪০ পরিবার রাবার বাগান নামক এলাকায় বিজিবির নিয়মিত টহল দলের উপর ইয়াবা চোরাচালানকারীদের অতর্কিত গুলিতে বিজিবির দুই সদস্য গুরুতর আহত হয়েছে।
ঘটনাটি ১১ নভেম্বর সন্ধ্যা সাতটার দিকে সীমান্ত পিলার ৩৫ ও ৩৬ এর মাঝামাঝি এলাকায় ঘটে।
আহত দুই বিজিবি সদস্যরা হলেন সিপাহী ফরিদ উদ্দিন ও সিপাহী মিত্তন্জয়
আহতের মধ্যে সিপাহী ফরিদ উদ্দিন কে চট্টগ্রাম সেনানিবাস সামরিক হাসপাতালে ও মিত্তন্জয় কে রামু সেনানিবাস সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজিবি সুত্র জানা যায় প্রতিদিনের ন্যায় নিয়মিত টহল দেওয়ার সময় চোরাকারবারিরা হঠাৎ সামনে পড়ে গেলে বিজিবির উপর গুলি চলায়। ঐসময় ২ জন বিজিবি সদস্যের পায়ে গুলি লাগে।
এর পর পরই পুলিশ ও বিজিবির সদস্যরা টহল জোরদার করে।
ঘটনা স্থল থেকে বিজিবির দুই সদস্যকে উদ্বার করে দ্রুত হাসপাতালে প্রেরন করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার রিজিওন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল সাজেদুর রহমান বলেন বিজিবির নিয়মিত টহলদলের উপর ইয়াবা চোরাকারবারি দের গুলিতে দুইজন বিজিবি সদস্য আহত হয়েছে।
চোরাকারবারি ধরতে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবা চোরাচালানকারীদের গুলিতে ২ বিজিবি সদস্য আহত
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।